বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুলাল সিকদার (৫৫) ওই এলাকার মৃত রাজ্জাক সিকদারের ছেলে এবং নগরীর কাশীপুরে সরকারি ডেইরী ফার্মের কর্মচারী ছিলেন।
নিহতের ভাইয়ের ছেলে মেজবাহ উদ্দিন জানান, পৈত্রিক সূত্রে পাওয়া তার চাচার (দুলাল) এক খণ্ড জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজ করছিলেন। কিন্তু ওই জমির দালালী করতে চায় স্থানীয় আকিল, মিলন, বাবু, সাইফ ও লাবু। তাই কোনো ক্রেতা এলেও তাদের ভুল বুঝিয়ে পাঠিয়ে দিত তারা। এ নিয়ে তার চাচার সাথে প্রতিবেশীদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার চাচার সাথে হামলাকারীদের বাক-বিতণ্ডা হয়।
এর এক পর্যায়ে হামলাকারীরা রড, বাঁশের লাঠি দিয়ে তার চাচাকে বেদম মারধর করে। এতে তার চাচা গুরুতর আহত হয়। পরে চাচাকে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ডাকা হলেও হামলাকারীরা এ্যাম্বুলেন্স চালককে ভয়ভীতি দেখিয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাচাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার চাচা দুলাল সিকদারকে মৃত ঘোষণা করেন। হামলার সময় প্রতিপক্ষের লাবু নামে একজন আহত হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন