রাজধানীর চাঁনখারপুল এলাকায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম তাসমিয়া নূর জাহান (২২)। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এসময় তার স্বামী আসিফ মিয়াও আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, রাত সোয়া ১১টার দিকে চাঁনখারপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তখন স্বামী-স্ত্রী মোটরসাইকেলে কোথাও যাচ্ছিলেন। সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হলে তাদের নিয়ে আসা হয় ঢামেক হাসপাতালে।
তিনি আরও জানান, এখানে রাত সাড়ে ১১টায় তাসমিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসিফ মিয়াও শঙ্কামুক্ত নন। তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের ২২/১ নম্বর বাসায় থাকেন। দুর্ঘটনায় দায়ী গাড়িসহ এর চালককে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        