নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে জেলে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি।
তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন।
মান্না বলেন, আমরা এমন কৌশল নেব, এমনভাবে লড়াই করব যাতে শত্রুকে আমরা পরাজিত করতে পারি।
এ সময় একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে বলে জানান ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।
এর আগে একাধিক মহাসমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রয়োজন হলে মরবো, তবু খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন