ঢাকার বিভিন্ন দেশের দূতাবাস ও বিদেশি সংস্থার কূটনীতিক-কর্মকর্তাদের স্ত্রীরা এক ফ্যাশন শোতে অংশ নিতে যাচ্ছেন। শনিবার বিকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্যাশন শোতে মডেল হিসেবে মঞ্চে উঠবেন তারা।
ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস, স্পাউসেস অব হেড অব মিশনস (এসএইচওএম) এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের যৌথ আয়োজনে বিদেশি মিশন প্রধানদের জীবন সঙ্গীদের এই অভিনব আয়োজন বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য।
অনুষ্ঠানের উদ্যাক্তা ঢাকাস্থ ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা বলেন, আমেরিকান ব্যান্ডের গান পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা দিকে শুরু হবে ফ্যাশন শো।
প্রতিবন্ধী, পরিত্যক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার লক্ষ্যে এ আয়োজন বলেও জানান সান্দ্রা তাবাজারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম