নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, "আমি টাকা পয়সা দিয়া ভোট কিনে নির্বাচন করবো না। আমি নৌকা মার্কার রাজনীতি করি। যে নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্বের দরবার মাথা উচু করে দাঁড় করিয়েছে, আমি তার দলের রাজনীতি করি।"
শনিবার বিকালে নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় সাহেবপাড়া এলাকায় পথ সভায় তিনি এসব কথা বলেন। এসময় শামীম ওসমানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক ১০নং কাউন্সিলর ইফতেখার আলম খোকন, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হাজী সুমন কাজী, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ম সম্পাদক নাসিম মাহমুদ তপন, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলালীগ নেত্রী আসমা আক্তার মেঘলা, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রহিম, আলহাজ্ব হাসমত আলী হাসু ও মোঃ হযরত আলীসহ স্থানী নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
 
                         
                                    -24-11-2018.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        