আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পুস্পরানী চক্রবর্তী, সনাক মহানগর সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, শুভংকর চক্রবর্তী, হাসিনা বেগম নিলা প্রমুখ।
বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার জন্য সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা