বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের আদলে ২২টি ওয়েবসাইট তৈরি করে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে গ্রেফতার পিএইচডি গবেষক এনামুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার বিকালে এনামুলকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। শুনানি শেষে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এ আদেশ দেন।
এর আগে, শনিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এসময় র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টাল নকল করে পরিচালনা করতেন। তিনি বলেন, এনামুল বেশির ভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝেমধ্যে নিজের ইচ্ছামতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৮/মাহবুব