দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রফিকুল ইসলাম মিয়া ডিসেন্ট্রি সমস্যায় ভুগছেন। এছাড়া আর কোনো সমস্যা আছে কি না, সেজন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে।
সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় গত মঙ্গলবার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল দেন ঢাকার বিশেষ জজ-৬ আদালত। রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওইদিনই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৮/মাহবুব