রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাকটরি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রায়হান শেখ রিয়াদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার ওই এলাকায় এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
রিয়াদের বন্ধু শুভ জানান, রিয়াদ একটি ওর্য়াকসপে কাজ করতেন। শনিবার তিনি একটি পুরাতন মোটরসাইকেল কিনেছিলেন। রবিবার ওই মোটরসাইকেলে সুমন ও সাব্বির নামে দুই বন্ধুকে নিয়ে রিয়াদ মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে ৩ জনই আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টায় তাকে ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রিয়াদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। কদমতলী শ্যামপুর ওয়াসা এলাকায় পরিবারের সাথে থাকতেন রিয়াদ। ৩ ভাই ১ বোনের মধ্যে রিয়াদ ছিল সবার বড়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        