সাবেক মেয়র ও এমপি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মিজানুর রহমান মিনু। তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল