ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক সম্প্রতি নিজের ‘ভেরিফাইড’ ফেসবুক পেজে ক্ষুদ্র এক স্ট্যাটাস দেন।
এতে ইংরেজিতে তিনি লিখেন- ‘প্লিজ শাট-আপ লাউডস্পিকার ম্যান! পিপল ওয়ান্ট টু স্লিপ।’
কূটনৈতিক পল্লীর ওই বাসিন্দা বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ২২ মিনিটে দু’লাইনের এই সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন।
ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণা বা অন্য কোন আয়োজনের মাইক বাজতে থাকায় হয়তো বিরক্ত হয়ে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম