র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, আমাদের র্যাবের নতুন একটি ইউনিট র্যাব ১৫ গঠন করা হয়েছে, সেটি খুব শিগগিরই কাজ শুরু করবে। আশা করছি প্রধানমন্ত্রীর সময় পেলে আমরা ফেব্রুয়ারিতে এই ইউনিট চালু করতে পারবো। এই ইউনিট মিয়ানমার থেকে আসা মাদক নিয়ন্ত্রণে কাজ করবে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ১১ এর সদর দপ্তরে কেক কেটে র্যাব ১১ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
উদ্বোধনের শেষে প্রধান অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশবাসী তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন যাতে করে তারা আগামী ৫ বছরের জনগনের সেবা করতে পারে। আমরা বিশ্বাস করি বিগত ১০ বছরে যেই উন্নতি অগ্রযাত্রায় আমরা সারা বিশ্বকে তাক লাগিয়েছি সেই অগ্রযাত্রা ও সাফল্য অব্যাহত থাকবে এবং আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নিত হব। র্যাব ১১ এর অধীনে সবচেয়ে বেশি প্রায় ৪০ টি আসনের নির্বাচন ছিল। র্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, র্যাব ১১ জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করেছেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন সহ দেশমাতৃকার সেবা করতে গিয়ে অনেক র্যাব সদস্য আহত ও নিহত হয়েছেন বিগত দিনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। র্যাবের আইন সাফল্যকে তথা সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ও দুর্নীতি দমনকে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ম্যানুফেস্টেও রেখেছিলেন।
র্যাব ১১ এর সিও (কমান্ডার) রাসেল আহমেদ কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জসিমউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন শাহ পারভেজ, যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী শিপলু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, আমাদের সময়ের সাংবাদিক এমরান আলী সজিব ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        