রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় তামান্না (২০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভাষানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ভাষাটেক দামাল কোট এলাকায় থাকতেন। সেখান থেকে কাফরুলে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ জানান, সকালে কর্মস্থলে যাচ্ছিলেন তামান্না। এসময় ভাষানটেক এলাকায় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম