শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম। রাজধানীর বনশ্রীতে শুটিং করতে এ দুর্ঘটনা ঘটে। মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত তার বাম হাতে রড ঢুকে যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হচ্ছে। খুব শিগগিরই গানটি চেঞ্জ টিভি, মানিক মিউজিক ও হিরো আলম অফিসিয়ালস্ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
ইউটিউবে ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেতে শুরু করেন বগুড়ার স্যাটেলাইট সংযোগ ব্যবসায়ী হিরো আলম। গত বছর ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        