রাজধানী কুড়িলে বাসেরচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ফ্লাইওভারে ওঠার সময় (নিকুঞ্জ-১ গেটের সামনে) হঠাৎ রেলিংয়ে লেগে মোটরসাইকেলসহ পরে যায় চালক। এসময় আমাদের বাসটি ওই মোটরসাইকেল চালকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী কয়েকজন মিলে দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্বার্শবর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রিজুয়ান জানান, ঘাতক বাস ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হবে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থায় নেওয়া হবে।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৯/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        