রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার দিবাগত রাতে মাতুয়াইল গিরিদারা ওভারব্রিজ সংলগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকল, ছয়টি মোবাইল এবং নগদ ২ লাখ ২ হাজার ৫৮০ উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি আশরাফি তানজিনা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ইকবাল হোসেন (৫০), মেহফুজ আহমেদ (২৩), আশিক হোসেন (২৫), আবুল কাশেম (২৭) ও কাউছার হোসেন (২২)।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব