নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা মহানগর যুবদলের উদ্যেগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে সকাল থেকে কোরআনখানি ও বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে ৫০ পাউন্ডের কেক কাটার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শনিবার বিকাল তিনটায় মহানগরীর মাসদাইরে অবস্থিত মজলুম মিলনায়তনে জিয়াউর রহমানের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, কেন্দ্রীয় যুবদল নেতা আজিজুল হক আজিজ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, শ্রমিকদল নেতা বিল্লাল হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, শহীদুল রিপন, আলী নওশদ তুষার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমূখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        