রাজধানীর চকবাজারে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান এ তথ্য নিশ্চি করেছেন।
আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে ৪৫ জন ও আগুনে পুড়ে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
দগ্ধদের মধ্যে তাৎক্ষণিকভাবে জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), পলাশ (৩৫) ও রবিউলের (২৭) নাম জানা গেছে।
এছাড়া আহতদের মধ্যে রয়েছেন আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১) ও বাবুল (২৮), শহিদ (৫২) শহিদুল্লাহ (৫০), আব্দুল করিম (৫০), শামীমুর রহমান (৪২) সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫, জাহাঙ্গীর (৩৫), আব্দুস সালাম (৩৫), মন্জুরুল আলম (৪৫) ও জিয়াউদ্দিন (২৪)।
দগ্ধ ও আহতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/কালাম