বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেছেন, দক্ষ মানব শক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিটি প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর হচ্ছে, এ কারণে ২০৩০ সালে আইটি সেক্টরে ২০ লাখ দক্ষ জনবল প্রয়োজন হবে। তাই সরকার তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণে নানা ধরণের প্রকল্প হাতে নিয়েছে।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মহাখালিতে মানবসম্পদ ব্যবস্থাপকদের সংগঠন ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) আয়োজিত এইচআর সামিটে তিনি এসব কথা বলেন।
এসময় আইপিএম’র কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনটির প্রেসিডেন্ট আনোয়ারুল আজিম। তিনি বলেন, ১৯৮০ সালে যখন অাইপিএম গঠিত হয়, তখন এদেশে প্রশাসন বা কর্মী ব্যবস্থাপনায় নিয়োজিত পেশজীবিদের কোন প্ল্যাটফর্ম ছিলো না। আইপিএম প্রথম পাবলিক ও প্রাইভেট সেক্টরে এইচআর প্রফেশনালদের নিয়ে কাজ শুরু করে। আইপিএম বিভিন্ন মেয়াদী কোর্স পরিচালনা করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইপিএম’র মহাসচিব শাকিল মেরাজ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিএইচআরও’র প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, আইপিএম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট এবিএম ওসমান গণি প্রমুখ।
দিনব্যাপী এই সামিটে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে দেশ বিদেশের প্রখ্যাত এইচআর এক্সপার্টরা তাদের বক্তব্য তুলে ধরেন। দিনব্যাপী এই সামিটের সমাপনী অধিবেশন শুরু হয় বিকেলে ৪টায়। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল মোহাম্মদ আবু নাসের, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাশ গুপ্ত, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নি এন্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট কাজি এম আহমেদ। সমাপনী অধিবেশনের সভাপতিত্ব করেন আইপিএম’র মহাসচিব শাকিল মেরাজ।
বিডি প্রতিদিন/হিমেল