রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই পাশের এলাকা গুলশান-১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগে দুই শতাধিক দোকান পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শনিবার ভোরে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ডিডি শামিমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এ ঘটনায় এখনো কোনো হতাহত নেই বলেও জানান তিনি।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি নৌ ও সেনাবাহিনী প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম