গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন ওসমান (২০) ও জয় (১৯)। শনিবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই জহুরুল ইসলামসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই মাদক কারবারিকে আটক করে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশী চালিয়ে দুইশ' পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে আরো ৮শ' পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক কারবারিরা জানান, সিলেট হবিগঞ্জ থেকে মাদক এনে টঙ্গী গাজীবাড়ি এলাকার মাদকের ডিলার সোহাগ ও লিটনের কাছে মালগুলি পৌঁছে দিতেন। অভিনব কায়দা হিসেবে ৫০ পিস ইয়াবার ক্যাপসুল আকারে প্যাকেট করে কসটিপ দিয়ে পেঁচিয়ে পানি দিয়ে পান করে পেটে বহন করতেন। পরে টয়েলেটের মাধ্যমে মলদ্বার দিয়ে বের করতেন।
এ ব্যাপারে পূর্ব থানার ওসি কামাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। আটককৃতদের বিরুদ্ধ মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৯/মাহবুব