আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। সেই কাজটি তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। তিনি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নত দেশের কাতারে চলে যেতো। কিন্তু হায়েনার দলেরা জাতির পিতাকে বাঁচতে দেয়নি। যারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার হয়েছে। আর যারা পলাতক রয়েছে তাদের দেশে এনে বিচার করা হবে।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী রহমতুল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল