রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসবিরুল ইসলামকে আটক করা হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে তাসবিরুলের বারিধারার বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
আটক তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এফ আর টাওয়ারের ভবন পরিচালনা সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন তাসবিরুল। তিনি ভবনটির ২০, ২১ ও ২২ তলার মালিক এবং কাশেম ড্রাই সেল কোম্পানির এমডি। ২০০৬ সালে তিনি ওই ১৮ তলা ভবনটিকে ২৩ তলায় উন্নীত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার