রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যেই এবার আগুন নিয়ে গুজব ছড়ানো হল।ধানমণ্ডির একটি বাসায় আগুন লেগেছে জানিয়ে শনিবার রাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওইখানে অগ্নিকাণ্ডের কোন ঘটনাই ঘটেনি।
এ ব্যাপারে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রাসেল মিয়া জানান, পান্থপথ থেকে একজন মহিলা ডাক্তার ফোন দিয়ে তার বাসায় আগুন লাগার খবর দিলে সেখানে যাওয়ার পর দেখি কোথায়ও আগুন লাগেনি। পরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাসায় সমস্যা হয়েছে। তথ্যটি সঠিক ছিল না।
এদিকে, রাজধানীর ধানমন্ডিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় আগুন লাগার কিছুক্ষণ পর তা নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, জ্বলন্ত সিগারেট থেকে ওই বাসার একটি কক্ষের বিছানায় আগুন ধরে গিয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার