রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত দলের গণশুনানি শুরু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ১০টায় শুরু হয় গণশুনানি।
এছাড়াও ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করছে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত দল। সকাল ৯টায় রাজউক ও সিটি করপোরেশনের সমন্বয়ে ৬ সদস্যের তদন্ত দল আসে পর্যবেক্ষণে।
পাশাপাশি ঘটনার দিন যারা ভবনে অবস্থান করছিলেন, অভিজ্ঞতা জানানোর জন্য তাদের অনেকেই আসেন টাওয়ারের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে।
বিডি প্রতিদিন/ফারজানা