শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের কাঁচাবাজারে। এতে পুড়ে যায় দুই শতাধিক দোকান।
আগুনে অধিকাংশ দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর কোনও কোনও দোকানে আংশিক ক্ষতিগ্রস্ত কিছু মালামাল পাওয়া যায়।
আর এসব মালামাল সস্তায় বিক্রি করে ফেলছেন দোকানের মালিকরা।
ছবি: রাফিয়া আহমেদ
রবিবার সকাল থেকে একে একে দোকানে প্রবেশ করেন পুড়ে যাওয়া দোকানের মালিকরা। এ সময় ধ্বংসস্তুপের মধ্যে অবশিষ্ট কিছু আছে কিনা তাই খুঁজে ফেরেন তারা।
বহিরাগতরা যাতে মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য অগ্নিকাণ্ডের পর মার্কেটে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় দোকানের নম্বর অনুযায়ী রবিবার সকালে ভেতরে প্রবেশ করতে শুরু করেন দোকানিরা।
সিটি করপোরেশন মার্কেট হওয়ায় অগ্নি নিরাপত্তার বিষয়টি তাদের ওপর বর্তায় বলেও দাবি করেন অনেকে।
বিডি প্রতিদিন/কালাম