বরিশাল কেন্দ্রীয় কারাগারে টয়লেট ক্লিনার পান করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী মিজানুর রহমান (৪০) আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। রবিবার ভোরে টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়া মিজানুর রহমানকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর ঝালকাঠি উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামের শরীফ আলীর ছেলে।
স্ত্রী হত্যার দায়ে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল মিজানুর রহমানকে ফাঁসির দণ্ড দেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ভোর রাতে মিজানুর বাথরুমে গিয়ে টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
বিডি প্রতিদিন/ফারজানা