ঝড়ে গাছ পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঝড়ে গাছ পড়ে কোনো কোনো এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়।
ফায়ার কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় রাজধানীতে ঝড় হয়। এতে পুরনো ঢাকা, বেইলি রোড, মহাখালীতে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সংযোগ দিতে কাজ চলছে বলেও জানানো হয়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সোয়া ৭টা নাগাদও দেশের অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাণ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৯/আরাফাত