তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত ৩৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত হলে দ্রুত তা দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারি প্রায় ৩৭ জন বাংলাদেশি মারা গেছে, যা খুবই দুঃখজনক। ৩৭ জনের মধ্যে ৫ জনের লাশ পাওয়া গেছে। তারা বাংলাদেশের নাগরিক, তাদের দেশে আনার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল