রাজধানীর ডেমরায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শতাধিক রিটেইলার ও ডিষ্ট্রিবিউটরদের নিয়ে ডেমরার দি ওয়ান রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা সিমেন্টের মতিঝিল এরিয়া ডিস্ট্রিবিউটর ও ঢাকা বির্ল্ডাসের পরিচালক সাইদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পলাশ আকতার।
বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, ঢাকা ডিভিশনের ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম সিদ্দীকি ও মতিঝিল এরিয়া সেলস ম্যানেজার আফিজুর রহমান। এছাড়া বসুন্ধরা সিমেন্টের মতিঝিল এরিয়ার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা, বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি ও সমৃদ্ধি এবং মুসলিম জাহানের সুখ-শান্তি কামনায় মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার