শিরোনাম
২৫ জুন, ২০১৯ ০৪:৫৭

বরিশালে অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জরিমানা

অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে বরিশাল নগরীর সদর রোডের ডে-নাইট ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠান থেকে অনুমোদন বিহীন ১৮ ধরনের লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়েছে। 

সোমবার সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

রূম্পা ঘোষ জানান, সোমবার শেষ বিকেলে নগরীর সদর রোডের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ডে-নাইট ফার্মেসিতে অনুমোদন বিহীন ১৮ ধরনের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ পাওয়া যায়। এই অপরাধে ফার্মেসির মালিক সঞ্জয় দে’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ১৮ ধরনের অনুমোদন বিহিন অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। 

এসময় বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) এসএম সুলতানুল আরেফিন এবং সিটি করপোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর