সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধু স্থানীয়ভাবে নয়, জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সিলেটের প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সে গতি বাড়ছে দেশের অর্থনীতির।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করতে হলে সিলেটের প্রবাসীদের দেশে বিনিয়োগে আরও উদ্ধুদ্ধ করতে হবে। এজন্য তাদেকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এতে প্রবাসে বেড়ে ওঠা সিলেটীদের নতুন প্রজন্মও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।
এসময় উপস্থিত ছিলেন ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি মাহবুব নূর মাবস, এমরান মফিজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন