Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ জুলাই, ২০১৯ ২১:৪১

নিহত সেই সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি

নিজস্ব পতিবেদক, বরিশাল

নিহত সেই সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি

বরিশালে কাভার্ডভ্যান চাপায় নিহত পুলিশ ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলের বাসায় চুরি হয়েছে।

শুক্রবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টার মধ্যে নগরীর মুন্সিগ্রেজ এলাকায় কিবরিয়ার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় সার্জেন্ট কিবরিয়া দুর্ঘটনা কবলিত হয়ার পর থেকেই ওই ভাড়া বাসা তালাবদ্ধ ছিল। 

এদিকে শুক্রবার দুপুর ২ টার পর ওই ফ্লাটের প্রধান ফটকের তালা ভাঙা দেখে অন্য ফ্লাটের বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ফ্লাটে গিয়ে দেখতে পায় দরজার তালা ভাঙা। পুলিশ সদস্যরা ফ্লাটের ভেতরে ঢুকে দেখতে বাসার মালামাল তছনছ অবস্থায় দেখতে পায়। কাঠের আলমারির তালাও ভাঙা ছিল।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নগরীর মুন্সিগ্রেজ এলাকার তালুকদার ভিলা নামে একটি ভবনের তিন তলার একটি ফ্লাটে স্ত্রী পুলিশ সার্জেন্ট মৌসুমি আক্তার ও তাদের দুই বছরের ছেলে সন্তান ওহিকে নিয়ে ভাড়া থাকতেন সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুর্ঘটনায় প্রথমে আহত এবং পরে নিহত হওয়ার পর থেকেই তাদের ভাড়া বাসা তালাবদ্ধ ছিল। খালি বাসার তালা ভেঙে দুর্বৃত্তরা কী কী মালামাল নিয়ে গেছে পুলিশ তা নিশ্চিত নয়। তাই তার স্ত্রী সার্জেন্ট মৌসুমীকে খবর দেওয়া হয়েছে। তিনি এসে যাচাই-বাছাইয়ের পর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি। 

সার্জেন্ট গোলাম কিবরিয়ার চাচাতো ভাই জাফর সরদার জানান, বরিশালের ভাড়া ফ্লাটে চুরির খবর শুনে কিবরিয়ার স্ত্রী মৌসুমী আক্তার অন্য স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য