পুলিশের হাতে জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের ব্যাটারি ও মটর রিক্সা শ্রমিকদের মাঝে ফিরিয়ে দেয়া, বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ এবং প্রয়োজনীয় নীতিমালা করে নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের দাবিতে বরিশালে রিক্সা শ্রমিকদের আমরণ অনশনের দ্বিতীয় দিন চলছে।
নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গত ২৪ ঘণ্টার অনশনে অসুস্থ্য হয়ে পড়েছেন ১৫ জন শ্রমিক। তাদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রিক্সা শ্রমিকদের অনশন চলবে বলে জানিয়েছেন নেতারা।
পুলিশের হাতে জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের ব্যাটারি ও মটর রিক্সা শ্রমিকদের মাঝে ফিরিয়ে দেয়াসহ ৩ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে আমরন অনশন শুরু করে ব্যাটারা চালিত রিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি। তাদের এই কর্মসূচীতে সমর্থন দেয় জেলা বাসদ। জেলা বাসদ সদস্য সচিব ও বিগত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী সামনে থেকে এই অনশনে নেতৃত্ব দিচ্ছেন।
গত বুধবার সকালে শুরু হওয়া এই অনশনে নগরীর কয়েকশ’ ব্যরটারি চালিত রিক্সা শ্রমিক অংশ নেয়। তারা রাতভর অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান করে। সকাল পর্যন্ত তাদের মধ্যে ১৫জন অসুস্থ্য হয়ে পড়ে। ডা. মনীষা চক্রবর্তী ও তার সহযোগী চিকিৎসরা তাদের সেবা শুশ্রুষা দিচ্ছেন।
অনশনরত শ্রমিকরা বলেন, গত ১৯ শে আগস্ট থেকে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের নামে নির্মম প্রশাসনিক অভিযান চলছে। গত দুই মাসের অভিযানে পাঁচ শতাধিক ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়েছে। প্রতিটি রিক্সার ব্যাটারি-মটর খুলে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এই ব্যাটারি ও মটর ফেরত দেয়ার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ এবং চলাচলের অনুমতির দাবিতে তারা আমরন অনশন করছেন।
কর্মসূচীর নেতৃত্বদানকারী ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত ২৪ ঘণ্টার অনশনে ১৫জন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের চিকিৎসা চলছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের ইতিবাচক কোন সাড়া পাওয়া যায়নি। কেউ তাদের সাথে যোগাযোগও করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে ঘোষণা দেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ