বরিশালে পিয়াজের বাজারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় পিয়াজের মূল্য সহনশীল এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।
এদিন খুচরা ব্যবসায়ীদের শুধুই সতর্ক করা হয়। কারোর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ জানান, জনস্বার্থে পিয়াজ বাজারে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত বুধবার নগরীর পিয়াজপট্টির আড়তে অভিযান চালিয়ে মূল্যে অসঙ্গতি পাওয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম