আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের বিরোধিতা না করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে আদালতে জামিনের বিরোধিতা না করতে সরকারকে অনুরোধ জানান তিনি।
এদিকে দুদকের আইনজীবী জানান, আইনি লড়াইয়ে কোনো ছাড় দেয়া হবে না।
আগামী ১৩ অক্টোবর অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানি হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন