বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের চিকিৎসায় ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে দেখতে যান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় তিনি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তার চিকিৎসা খরচ মেটানোর জন্য ৫০ হাজার টাকার একটি চেক আক্কাস হোসেনের হাতে তুলে দেন।
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোখলেসুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এ খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক তার চিকিৎসার খোঁজখবর নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন