র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান র্যাবের একার নয়। সরকারের সব সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সঙ্গে র্যাব হাতে হাত মিলিয়ে কাজ করবে।
শুক্রবার সকালে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, সামগ্রিক দুর্নীতিবিরোধী অভিযানে অনেক এজেন্সি জড়িত। সেক্ষেত্রে আমি বলতে পারি র্যাব লিড এজেন্সি না।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন