রাজশাহীতে ইউনিসেফ আয়োজিত শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে এ উপলক্ষে শিশু, কিশোর-কিশোরীদের সঙ্গে আলোচনারও আয়োজন করে ইউনিসেফ ।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সংসদীয় আসন থেকে আসা শিশু, কিশোর-কিশোরীদের আলোচনার প্রতিবেদন পরবর্তীতে ‘পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস’ এর কাছে দাখিল করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিশেষ অতিথি রাজশাহীর ডিআইজি একেএম হাফিজ আখতার, রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ড. মো. আবদুল মান্নান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর-কিশোরীদের সাথে অতিথিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত কিশোর-কিশোরী দারিদ্র্য, মেয়ে শিশুর নিরাপত্তাহীনতা, বাল্যবিয়ের আধিক্য, শিক্ষাদানে শিক্ষকদের আন্তরিকতার অভাব, অভিভাবকদের শিক্ষার গুরুত্ব না বোঝাকে ঝরে পড়ার কারণ হিসেবে উল্লেখ করে। ঝরে পড়া রোধে শিশু বান্ধব শিক্ষা, সচেতনতা মূলক কর্মসূচি জোরদার করা, উপবৃত্তির আওতা বাড়ানো, ঝরে পড়া শিশুর অভিভাবকদের আয়বর্ধক কাজে নিয়োগে সহায়তা করা, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
রাজশাহীর সব সংসদীয় আসন থেকে আসা শিশু, কিশোর-কিশোরীরা বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকাসক্তি রোধ, শিশু শ্রম বন্ধ, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা এবং কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধিসহ শিক্ষার মান উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন