বিদ্যুতের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে (বিহারি ক্যাম্প) বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ক্যাম্পের ভেতর থেকে সাত বিহারি নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে আটকদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান। এর আগে, সকাল থেকে বিক্ষোভ করতে থাকেন জেনেভা ক্যাম্পের বাসিন্দারা। পুলিশ তাদের ঠেকাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। লাঠিপেটা ও কয়েকদফা টিয়ার গ্যাস ছুড়েও পুলিশ তাদের থামাতে পারেনি। পুলিশের গাড়িও ভাংচুর করেছে তারা। পুলিশের দাবি, এ ঘটনায় তাদের ১৫ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বিহারিরা বিদ্যুৎ সংযোগ নিয়ে আন্দোলন করছিলো। আজ সকালে বিহারি ক্যাম্প এলাকার মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারিরা আন্দোলন করার চেষ্টা করলে স্থানীয় কাউন্সিলরের অনুসারী লোকজন তাদের থামতে বলে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মারামারিতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়। তখন বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
বিডি-প্রতিদিন/শফিক