রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচেরন ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান।
শনিবার রাত সাড়ে ৮টায় তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ভোট পড়ার হার নিয়ে প্রশ্ন তুলে রিটা রহমান বলেন, বিকেল চারটা পর্যন্ত আমরা দেখলাম ৭-৮ শতাংশ ভোট পড়েছে, কিন্তু ফলাফলে তা ২০ শতাংশ হলো কীভাবে। এত ভোট কে দিলো? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরও কীভাবে এত বেশি ভোট পেলো তারা।
এই উপ-নির্বাচনে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী।
প্রসঙ্গত, রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ (লাঙ্গল) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব