বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি ইফতি মোশারফ সকাল (২১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। পরে নিয়মানুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।
এরআগে রিমান্ডে থাকাকালীন আসামি ইফতি মোশারফ সকাল ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দেওয়ার ইচ্ছার কথা জানায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রোকর্ড করার আবেদন করেন। তবে স্বীকারোক্তিতে আসামি ঘটনার বিষয়ে কি বলেছে তা জানা যায়নি।
আসামি ইফতি মোশারফ সকাল (২১) ছাত্রলীগ বুয়েট শাখার উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন। আসামি ইফতি রাজবাড়ী সদরের ১ নম্বর ওয়ার্ডের ৩৯৫ নম্বরের ফকির মোশারফ হোসেনের ছেলে। ইফতি শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে থাকতেন এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার