বসুন্ধরা সিমেন্টের আয়োজনে বরিশালে স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে ‘আমার বাড়ি, আমার নিরাপত্তা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্কের বলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন স্থানীয় বাড়িওয়ালা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সাউথ উইং এজিএম জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের বরিশাল বিভাগের ডেপুটি ম্যানেজার (সেলস্) সঞ্জয় কুমার সরকার, বরিশাল এরিয়ার সহকারী ম্যানেজার (সেলস্) মো. জিয়াউর রহমান, বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, আব্দুল্লাহ এ্যাসোসিয়েটসের প্রকৌশলী মো. আবু সালেহ, ইন্সট্রাক্টর মো. আবু ইউসুফ পান্না সহ স্থানীয় সুপরিচিত স্থপতি এবং প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ।
অপরদিকে কর্মশালায় নিরাপদ ভবন নির্মাণের লক্ষে করণীয় বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন প্রকৌশলী মো. আবু সালেহ।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন