লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল ২৬ অক্টোবর শনিবার দুপুর আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপি’র প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জাতীয় মুক্তি মঞ্চের নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন