নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানী উইলিয়ামের সাথে বৈঠক করেছেন এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এবং সেক্রেটারি করিম চৌধুরী।
বৈঠকে আসাল নেতৃবৃন্দ বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার কথা তুলে ধরেন। তারা বলেন, সিটিতে চার শতাধিক সিনিয়র সেন্টারে বিশাল মুসলিম জনগোষ্ঠী থাকলেও তাদের হালাল খাবার সরবরাহ করা হয় না।
এসময় আসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, আমরা সিটি সার্ভিসে ন্যায্যতার দাবি করছি। আমরা চাই সকল ক্ষেত্রে ন্যায্যতায় সিটির জনসংখ্যা উপাত্ত প্রতিবিম্বিত নীতি অনুসরণে পাবলিক অ্যাডভোকেট অফিস নেতৃত্ব দেবে। সেবার বিষয়গুলো অবশ্যই এই সিটিতে বসবাসকারী সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে।
বৈঠকে আসাল’র পক্ষ থেকে দক্ষিণ এশীয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রয়োজনগুলোকে বিবেচনায় এনে নীতি প্রবর্তনের পরামর্শ দেয়া হয় পাবলিক অ্যাডভোকেটকে। পাবলিক অ্যাডভোকেট জুমানী উইলিয়াম তাৎক্ষণিকভাবে তার ডেপুটি পাবলিক অ্যাডভোকেট এবং সংশ্লিষ্ট পরিচালককে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে আসাল সেক্রেটারি করিম চৌধুরী বলেন, সিটি দক্ষিণ এশীয় এবং অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে বৈধ ও যথাযথ প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত করে আসছে যা নীতিগতভাবে দক্ষিণ এশীয় এবং অন্যান্য বহু জাতিগোষ্ঠীকে তাদের উপযুক্ত নগর সেবা গ্রহণ থেকে বঞ্চিত করে। সিটিকে অবশ্যই এই বৈষম্যমূলক নীতিগুলো বন্ধ করতে হবে এবং এমন নীতি গ্রহণ করতে হবে যাতে দক্ষিণ এশীয় এবং অন্যান্য নৃগোষ্ঠী সিটির পরিষেবাগুলো ন্যায্যভাবে পেতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা