ময়মনসিংহ নগরীর আমপট্টি এলাকায় একটি ককসিটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে সুমন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় আবু তালেবের ককসিটের গোডাউনে লাগুন লাগে। মুহূর্তেই তা পাশের রুমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গোডাউনের পাশের রুমে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সুমন নামের একজনের মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়। ওই রুমে তিনি ভাড়া থাকতেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের সূচনা টাওয়ারে আগুনে পুড়ে যায় তিনটি কাপড়ের দোকান।
বিডি প্রতিদিন/কালাম