শুল্কফাঁকির অভিযোগে দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন বহাল রেখেছেেন আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নো অর্ডার আদেশ দেন। ফলে জামিন বহাল থাকায় এখন তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। হারুনের পক্ষে ছিলেন-আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, গত ২১ অক্টোবর বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে, ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ওইদিনই হারুনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, হারুন অর রশীদ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/মাহবুব