টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর এমন এক জনকে চাইছেন, যিনি দীর্ঘ দিন দলকে সার্ভিস দেবেন। তাই ৩১ বছর বয়সী জাসপ্রীত বুমরাহকে পছন্দ নয় কোচের। গম্ভীরের পছন্দের তালিকায় সবার উপরে আছেন শুবমান গিল।
চোট প্রবণতা আর বয়স বিবেচনায় বুমরাহকে অধিনায়ক হিসেবে চাইছেন না গম্ভীর। জাতীয় নির্বাচকদের সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। অজিত আগরকররাও কোচের সঙ্গে সম্মতি দিয়েছেন। এমনকি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদেরও একাংশ বুমরাহকে নেতৃত্ব দেওয়ার বিপক্ষে। নির্বাচক এবং বোর্ড কর্তাদের সম্মতিতেই গিলের সঙ্গে নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন গম্ভীর।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের বিরতিতে গিল দিল্লিতে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন। দু’জনের মধ্যে চার-পাঁচ ঘণ্টা কথা হয়েছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন গিল। তাকে লাল বলের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব দিতে চান গম্ভীর।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'অধিনায়ক হিসেবে গিলের দক্ষতা প্রমাণিত। গত বছর থেকে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছে। এ বার পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে তার দল।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ