রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতাল পরিচালক জানান, রমেক হাসপাতালে বর্তমানে এক হাজার শয্যা থাকলেও প্রতিদিন আড়াই হাজার রোগী সেবা নিয়ে থাকেন।
তিনি আরও জানান, নতুন ভবন চালু হলে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সংগ্রহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ