রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো অর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।
সোমবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে রোটারীর বর্ষ শুরু উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রোটারীয়ান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক গভর্নর শামসুল হুদা, মাহমুদুল হাসান, ডা.ওমর শরীফ, লুবনা আফরোজসহ আরও অনেকে।
ড. ইসতিয়াক জামান বলেন, রোটারী বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে। রোটারীয়ানরা নিজের জীবন বিপন্ন করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ সারাবিশ্বে রোটারী কাজ করে যাচ্ছে।
ইসতিয়াক জামান সাংবাদিক সম্মেলনে রোটারী বাংলাদেশের ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচী ঘোষণা করেন। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিল্প, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন, পরিবেশ উন্নয়ন ইত্যাদি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ